নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বায়ুদূষণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৪ টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।