নারায়ণগঞ্জ জেলায় এখনো কোন করোনা রোগী শণাক্ত হয়নি। নারায়ণগঞ্জবাসীকে এবারের করোনা নিয়ে অভয় বাণী শোনালো জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম মুশিউর রহমান ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সুপারেন্টেন্ডেন্ট ডাঃ আবুল বাশার বলেন, এবারের করোনার ভ্যারিয়েন্ট নতুন ধরনের। তবে ভয়ের কোন কারণ নেই। স্বাস্থ্যবিধি মানলেই চলবে।