আমাদের ধারণা, শতাধিক লোক মারা গেছে: জামায়াত আমির

বাকরুদ্ধ নারায়ণগঞ্জবাসী

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০১:০২, ২৩ জুলাই ২০২৫

বাকরুদ্ধ নারায়ণগঞ্জবাসী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক ব্যক্তি মারা গেছে বলে ধারণা করছেন জামায়াতের আমির শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে রংপুর সদরের মমিনপুর স্কুলমাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। ১৯ জুলাই জামায়াতের ঢাকার মহাসমাবেশে মারা যাওয়া রংপুর মহানগর জামায়াতের রোকন শাহ আলম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে মমিনপুর স্কুল মাঠে বক্তব্য দেন জামায়াতের আমির।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এরইমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহতের সংখ্যা দেড় শতাধিক। যদিও প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বাড়ছে। এই মর্মান্তিক হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাবাজার বার্তা পরিবার। নারায়ণগঞ্জবাসী ঘটনায় বাকরূদ্ধ। দেশের সাংস্কৃতিক মহলেও নেমে এসেছে শোকের ছায়া।

দেশবরেণ্য উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। এ ঘটনায় বাকরুদ্ধ হানিফ সংকেত। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

এদিকে, বাংলাবাজার বার্তার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ ব্যবস্থাপনা সম্পাদক মহিউদ্দিন খাজা এক  শোকবার্তায় বলেন, মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন। দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতিপূর্বে ঘটেনি।

কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক- এই প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।

হতাহতের ঘটনায় অভিনেতা শাকিব খান, মনোয়ার হোসেন ডিপজল, আরিফিন শুভ, জিয়াউল ফারুক অপূর্ব, সিয়াম আহমেদ, ইমন, তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস, তমা মির্জা, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আসিফ আকবর, ইমরান মাহমুদুল, সোমনুর মনির কোনাল, আতিয়া আনিসা, দিলশাদ নাহার কনা, সাবরিনা পড়শীসহ আরও অনেকে ফেসবুকে শোক জানিয়েছেন।

 

আরও পড়ুন