বন্দরে ব্যবসায়ী অপহরণ, পৌনে ৩ লাখ টাকা লুট

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২৩:৪৯, ৭ এপ্রিল ২০২৫

বন্দরে ব্যবসায়ী অপহরণ, পৌনে ৩ লাখ টাকা লুট

বন্দরে অস্ত্র ঠেকিয়ে হাবিবুর রহমান (৩৪) নামে এক  ব্যবসায়ীকে  তুলে  নিয়ে  কুপিয়ে  সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।  রোববার রাতে মদনপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের সামনে থেকে তাকে তুলে নেয়া হয়েছে ।

এ সময় ব্যবসায়ীর  কাছ থেকে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ১০ লাখ টাকা মুক্তিপন আদায়ে চারটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় দুর্বৃত্তরা।   আহত হাবিবুর রহমান মদনপুর সামাদ ভূঁইয়া মার্কেটে পাইকারি ঔষধ ব্যবসায়ী। তিনি লাঙ্গলবন্দ মহজমপুর এলাকার আলাউদ্দিনের ছেলে।

ব্যবসায়ী হাবিব জানান,  কর্মচারীদের বিদায় করে  দোকান বন্ধ করে বাড়ির ফিরতে রোববার  রাত ১১ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের সামনে দাড়িয়ে ছিলাম। এসময়  কিছু বুঝে উঠার আগেই ১২/১৪ জন অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজিতে তুলে চোখ বেঁধে নিয়ে যায়।  পরে গকুলদাসেরবাগ এলাকায় নিয়ে  আমাকে কুপিয়ে ব্যাগে  থাকা নগদ পৌনে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।  ওই স্থানে পূর্বে থেকে বসে থাকা  লিমা আক্তার নামে এক নারী মুক্তিপন আদায় হিসাবে চারটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তারা ছিটকে পড়ে। পরে আমার ডাক চিৎকারে  স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বন্দর থানায় অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন,  ঔষধ ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে অপহরণের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন