সবার একটাই প্রশ্ন—চৌদ্দ বছর পরও কেন বিচার হয় না?
নারায়ণগঞ্জ, ৮ মে। বিকেলের আলো তখনো পুরোপুরি ম্লান হয়নি। শহীদ মিনারের প্রাঙ্গণে নিভু নিভু আলো—মোমবাতির ফ্লিকারে মানুষ মুখোমুখি দাঁড়িয়ে। কারো চোখে ক্রোধ, কারো চোখে শোক, আর সবার চোখে একটাই প্রশ্ন—চৌদ্দ বছর পরও কেন বিচার হয় না?