অটোরিক্সার দখলে ‘নাঃগঞ্জ শহর’
অটোরিক্সার দাপটে নারায়ণগঞ্জ মহানগরীতে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। রাস্তায় নামলেই শোনা যায় বা স্বচক্ষে দেখা যায় দূর্ঘটনা। প্রতিনিয়ত একটির সাথে আরেকটির ঠোকাঠুকি। পেছন থেকে ধাক্কা মারা। পায়ে হাঁটার গতির রাস্তায় বেপরোয়া গতিতে অটো চালানোর কারণে দূর্ঘটনায় অটোর ধাক্কা কিবা অটোর নিচে চাপা পড়ছে কোমলমতি শিশু থেকে শুরু করে বয়ষ্ক লোকেরা।