নাঃগঞ্জে কোরবানির পশুর চাহিদা দেড়লাখ
চলতি বছর নারায়ণগঞ্জ জেলায় কোরবানির পশুর চাহিদা কেমন হবে ? সংশ্লিষ্ট লোকজন ও খামারিরা বলছেন, আর যাই হোক সংখ্যাটা দেড় লাখের নিচে কখনোই নামবেনা। বরং বাড়তে পারে। তবে এবার ভারতীয় সীমান্ত পথে কোরবানির পশু আসা নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। এমনটা হলে কোরবানির পশুর দাম বাড়তে পারে।