ফ্যাসিবাদী শাসকের পতন হলেও

ওসমান পরিবারের স্বজন আক্তার সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে!

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২৩:৫০, ১৩ মে ২০২৫

ওসমান পরিবারের স্বজন আক্তার সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে!

শিমরাইল টেকপাড়া এলাকাবাসী বিস্ময়ে হতবাক ! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামী আক্তার প্রকাশ্যে ঘুরছে। আক্তারের কাছের লোকেরা বলে বেড়ায় সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে ম্যানেজ করেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা চেষ্টা সহ একাধিক মামলার আসামি মো: আক্তার হোসেন (৫৬)। অভিযুক্ত আক্তার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) হত্যা চেষ্টা মামলার ৩৮ নাম্বার আসামি। বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের শিমরাইল শাখার সাধারণ সম্পাদক। তিনি শিমরাইল টেক পাড়া এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামীলীগ সরকারে আমলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন আক্তার। তিনি সেই অবৈধ অর্থ দিয়ে পুলিশকে ম্যানেজ করে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মাদক বিক্রয় ও চাঁদাবাজী করছেন। বর্তমানে তিনি সাদা রঙ এর একটি বিলাশ বহুল গাড়ী নিয়ে চলাফেরা করেন, যার নাম্বার ঢাকা মেট্রো- গ (২০-৯০৬৩)। আক্তার হোসেন বর্তমানে  শামীম ওসমান ও তার মামা শ^শুরের সকল সম্পদের তদারকি করছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক হাউজিং এলাকার এক ব্যাক্তি বলেন, আক্তার শামীম ওসমামের শ্যালক পরিচয়ে এলাকার অনেকের সম্পদ ভোগ দখল করেছেন। আওয়ামীলীগের আমলে মানুষকে অত্যাচার করেছে মাদক বিক্রিয় করেছেন। তার ভাই দেলোয়ার হোসেন ওরফে দেলু ট্রাক স্টান্ডের চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতো।

এ বিষয়ে অভিযুক্ত আক্তার হোসেন বলেন, আমার নামে মামলা আছে তা পুলিশ আর আমি বুঝমু সাংবাদিকদের এখানে কাজ কী। আপনি সিদ্ধিরগঞ্জ থানার ওসিরে গিয়া কন আমারে ধরতে। দেখি আমাকে ধরে কিনা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, কোনো আসামির সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) নামে এক যুবককে হত্যাচেষ্টায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ১১৭ জনের নামে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হাফেজ হোসাইন আহমেদ বাদী হয়ে মামলা করেন।

 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন