ডা. আইভীর বাসায় পুলিশ, উত্তাল দেওভোগ !
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ০১:৫৯, ৯ মে ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসায় পুলিশের অভিযানের খবরে উত্তাল হয়ে উঠেছে শহরের দেওভোগ এলাকা। বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর থানা-পুলিশের একটি দল চুনকা কুটিরে প্রবেশ করলে মুহূর্তেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। কিছুক্ষণের মধ্যেই হাজারো মানুষ জড়ো হন আইভীর বাসার সামনে। দুই পাশের রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে দেওয়া হয়। স্থানীয় মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে মানুষজনকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়।
চায়ের দোকানদার রফিকুল ইসলাম বলেন, ‘রাত এগারোটার একটু পরে হঠাৎ করে কয়েকটা পুলিশের গাড়ি আইভীর বাড়ির সামনে এসে দাঁড়ায়। পুলিশ ঢুকতেই চারপাশ থেকে মানুষ জড়ো হয়ে যায়।’
ঘটনার সময় ডা. আইভী নিজ বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের অভিযানের উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাত ১টা পর্যন্ত বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান অব্যাহত ছিল। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ডা. সেলিনা হায়াৎ আইভী ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র। তার জনপ্রিয়তা ও রাজনৈতিক ভূমিকা দীর্ঘদিন ধরে আলোচিত। পুলিশের এ ধরনের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ও রাজনৈতিক অনুসারীরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি থমথমে থাকলেও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।