নাঃগঞ্জের পথে পথে ছিল পতাকার মিছিল

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২০:৩২, ৬ মে ২০২৫

নাঃগঞ্জের পথে পথে ছিল পতাকার মিছিল

নারায়ণগঞ্জের পথে পথে ছিল পতাকার মিছিল। নেতাকর্মীদের হাতে ছিল নানান রং এর প্লাকার্ড।  নারায়ণগঞ্জের রাজপথ মঙ্গলবার এক অনন্য দৃশ্যের সাক্ষী হলো। শহরের ডন চেম্বার এলাকা থেকে শুরু হওয়া গাড়ি বহর, শত শত নেতাকর্মীর মুখে স্লোগান আর হাতে রঙ-বেরঙের প্লাকার্ড যেন জানান দিল—দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আনাগোনা নয়, এই দৃশ্যপট যেন এক সামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল। পতাকার ঢেউয়ে ঢেকে যায় শহরের অলিগলি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ, দোকানি, পথচারীরাও এই বহরে চোখ রাখেন আগ্রহভরে। যেন তাঁরা প্রত্যক্ষ করছেন ইতিহাসের একটি মুহূর্ত।

বেগম জিয়ার ফিরে আসা নিছক একজন রাজনীতিকের আগমন নয়; এটি একটি দীর্ঘ নির্বাসন ও অনুপস্থিতির অবসান। তাঁর ফিরে আসার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন আবেগ, নতুন উত্তাপ, এমনকি নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জে যেভাবে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, তা প্রমাণ করে—এই প্রত্যাবর্তন জনগণের হৃদয় ছুঁয়ে গেছে।

একটি সময় ছিল যখন রাজনীতিতে মানুষ আস্থা হারাচ্ছিল, বিভ্রান্তি ও হতাশায় নিমজ্জিত হচ্ছিল জনমত। সেই প্রেক্ষাপটে এই প্রত্যাবর্তন যেন রাজনৈতিক পুনর্জাগরণের বার্তা দেয়। বেগম খালেদা জিয়ার দীর্ঘ চিকিৎসাজনিত অনুপস্থিতি শেষে তাঁর ফিরে আসা অনেকের চোখে আশার আলো হয়ে উঠেছে।

নারায়ণগঞ্জ শহরের পথে পথে পতাকার মিছিল, প্লাকার্ডের ঝলক এবং মাইকে উচ্চারিত স্লোগান এ কথাই বলে—এই শহর এখনও রাজনৈতিকভাবে সচেতন, এবং তাদের হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে গণতন্ত্র, নেতৃত্ব এবং দেশপ্রেমের ভাবনা।

এই গণউৎসব শুধুমাত্র একটি রাজনৈতিক দলের পক্ষে জনসমর্থনের বহিঃপ্রকাশ নয়, বরং এটি গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশীয় রাজনীতির জীবন্ত চিত্র।

নারায়ণগঞ্জ প্রমাণ করল—রাজনীতি এখনও জনগণের, এবং জনগণ এখনও নেতৃত্বের প্রতি প্রত্যাশা পোষণ করে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন