মে দিবসে রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ১৫:৫৫, ১ মে ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান মে শ্রমিক দিবসে একটি টেক্সটাইল কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চচাপে গ্যাসের মিটার ব্লাস্ট হয়ে সেখান থেকে আগুন ধরে যায় ৷ এতে চারজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হন ৷ তাদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷
এ ঘটনা বৃহস্পতিবার (১ মে) সকাল আটটার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলসে ( মনজু টেক্সটাইল ) ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ৷
এ ঘটনায় দগ্ধ আব্দুল হান্নান (৫০), কবির হোসেন( ৪৫) ও সাইফুল ইসলাম (২৫) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৷ এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়৷ একজনের মাইনর ইনজুরি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে৷”
বাকি তিনজনের শরীরের ৩৪ থেকে ৫৩ শতাংশ পুড়ে গেছে৷ তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওই চিকিৎসক ৷
তিনি বলেন, “পহেলা মে শ্রমিক দিবসে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চচাপে গ্যাসের মিটার ব্লাস্ট হয়ে সেখান থেকে আগুন ধরে যায় ৷ এতে চারজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হন৷ বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেন বলে জানান এ কর্মকর্তা৷