ডেভিল হান্ট অভিযানে কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান গ্রেপ্তার

বাংলা বাজার বার্তা

প্রকাশ: ২২:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২২:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল হান্ট অভিযানে কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান গ্রেপ্তার

বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান (৬২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশা এলাকার মৃত হারেজ আলী প্রধানের ছেলে।রোববার (১৬ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে  বন্দরে সুরুজজ্জামাল টাওয়ারে  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের নির্দেশে ছাত্র জনতার উপর হামলা চালানোর অপরাধে ওসমান পরিবারের দোসর দেলোয়ার প্রধানকে গ্রেপ্তার করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত দেলোয়ার প্রধান থানা হাজতে আটক আছে।

 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন