জিমখানা, মণ্ডলপাড়া, রেলীবাগানে মাদক পাইকারি
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ০০:১২, ২ মার্চ ২০২৫ | আপডেট: ০০:২৮, ২ মার্চ ২০২৫

সুজন এর মানববন্ধনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিস্তর অভিযোগ করলেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, ‘পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। নারায়ণগঞ্জে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, কিন্তু প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, অবতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-(সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার (১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আদিত্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহম্মেদ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী তরিকুল সুজন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ ঘোষ প্রমুখ।
‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহম্মেদ বলেন, সংস্কার সংস্কার বলে নির্বাচন বিলম্বিত করায় দেশের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় সন্ত্রাসী ও দখলদার গোষ্ঠী অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ। জিমখানা, মণ্ডলপাড়া, রেলীবাগানে মাদকের পাইকারি ব্যবসা হয়। আইনশৃঙ্খলা বাহিনী তা জানে, কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা কি এতই শক্তিশালী যে তারা পুলিশের চেয়ে বেশি ক্ষমতাধর? আমি পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। নারায়ণগঞ্জে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, কিন্তু প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন বলেন, ৫ আগস্টের আগের ও পরের বাংলাদেশ এক নয়। ৫ আগস্টের আগে যারা শেখ হাসিনার পতনের জন্য জীবন দিয়েছিল, তারা চায়নি যে ৫ তারিখের পর আইনশৃঙ্খলার অবনতি হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রদীপ সরকার, সুজনের সদস্য সাব্বির আল ফাহাদ, জহিরুল ইসলাম মিন্টু, তারেক উল্লাহ, তৌফিক আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।