নাঃগঞ্জ শহরে হকার বসবেনা,অবৈধ অটো বন্ধ হবে

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০১:০৫, ৮ মে ২০২৫

নাঃগঞ্জ শহরে হকার বসবেনা,অবৈধ অটো বন্ধ হবে

এবার পবিত্র রমজানের পর থেকে নিয়ন্ত্রণহীন অটোসহ বিভিন্ন যানবাহনের যানজটের যন্ত্রণা দিনে দিনে বেড়েছে। এরমধ্যে শহরে ড্রেন সংস্কারের কাজ করছে নাসিক কর্তৃপক্ষ। যানজটে অতীষ্ঠ নগরবাসী এই নগরযন্ত্রণা থেকে বাঁচতে মানবিক জেলা প্রশা্সক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার প্রতি আকুল আবেদন জানান।

গতকাল বুধবার (৭ মে) নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন সংক্রান্ত বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সকলে  শহরে যানজট সৃষ্টির বিভিন্ন কারণ এবং তা সমাধান করার নানা উপায় তুলে ধরেন।

সভায় সর্বসম্মতিক্রমে অবৈধ ও নিয়ন্ত্রণহীন অটো চলাচল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সভায় বলেন, অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যততত্র যাত্রী ওঠানামা ও গাড়ি পার্কিং বন্ধ, সড়কে হকার বসতে না দেওয়া, রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধসহ আমরা আরও কয়েকটি উদ্যোগ নিয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই শহরে যানজট কিছুটা হ্রাস পাবে। তাছাড়া শহরে যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোনাব্বর হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন