দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন এর নাগরিক শোকসভা
ওসমানরা নাঃগঞ্জে থাকলে শোক সভাও করতে পারতাম না
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ০০:২২, ২৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ০১:১২, ২৪ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক ইয়াদ এর সম্পাদক তোফাজ্জল হোসেন এর নাগরিক শোক সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেছেন, নারায়ণগঞ্জে যখন একটি সুবাতাস বইছে তখন ওসমানদের অন্যয়ের বিরুদ্ধে অন্যতম প্রতিবাদকারি তোফাজ্জল হোসেন চলে গেছেন। যদি ওসমানরা নারায়ণগঞ্জে থাকতো তাহলে নারায়ণগঞ্জে এ শোক সভাও করতে পারতাম না। ঐ দানবরা আমাদের এই শহীদ মিনারে বসতে দিতো না।
তিনি রাজনৈতিক নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেন, কিন্তু আমরা ঐ দানবদের সহযোগিদের আপনাদের কারো কারো সাথে দেখছি। এই সহযোগিরা কেউ উপদেষ্টা হয়ে নারায়ণগঞ্জ চষে বেরিয়েছেন, কেউ অস্ত্রধারি হয়ে আক্রমন করেছেন, কেউ ওসমানদের পা-চাটা হয়ে নিজ ভাগ্যের পরিবর্তন করেছেন। নারায়ণগঞ্জবাসির কাছে বিনীত নিবেদন এই দানবদের সহযোগিদের প্রশ্রয় দেবেন না। এদের প্রশ্রয় দিয়ে দানবদের ফিরে আসার সুযোগ করে দেবেন না।
বৃহস্পতিবার বিকেলে চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই শোক সভা আয়োজন করা হয়। ‘সাংবাদিক তোফাজ্জল হোসেন নাগরিক স্মরন পরিষদ’ এর ব্যানারে এই শোক সভায় সভাপতিত্ব করেন জেলা জামাতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বক্তব্য রাখেন জেলা ন্যাপ এর সাধারন সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এরনারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ, ‘আমরা নারায়ণগঞ্জবাসি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর
রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, গনসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, স্থানীয় দৈনিক খবর প্রতিদিনের সম্পাদক এস এম ইকবাল রুমি, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব প্রমুখ।
জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন বলেন, তোফাজ্জল হোসেন বহুমুখি প্রতিভার অধিকারি ছিলেন। ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। এ কারনে তাকে জেলে যেতে হয়েছে।তোফাজ্জলের লেখা বই কারাগারের বিচিত্র জীবন বইয়ে তিনি উল্লেখ করেছেন কিকি কারনে তাকে জেলে যেতে হয়েছে, হয়রানীর শিকার হতে হয়েছে।