আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবি

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ও এনসিপির বিক্ষোভ

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২০:৪৯, ২১ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ও এনসিপির বিক্ষোভ

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। 

সোমবার (২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের আহত মোহাম্মদ মাইনুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাবেদ আলম, সিদ্ধিগঞ্জ থানা এনসিপির সংগঠক সোহেল খান সিদ্দিক, নারায়ণগঞ্জ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জহিরুল ইসলাম, সদস্য সচিব হৃদয় ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নাজমুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা এনসিপির সংগঠক রাইসুল ইসলাম রিফাত।

আরও পড়ুন