না’গঞ্জে  ঝুটের গুদাম, এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ০১:০৪, ২৪ এপ্রিল ২০২৫

না’গঞ্জে  ঝুটের গুদাম, এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় আগুনে একটি ঝুটের গুদাম ও একটি এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার নীট কনসার্ন ফ্যাক্টরির ৫ম তলায় নীটিং সেকশনে লুস কার্টনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২ ইউনিট এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ারসার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, নীট কনসার্ন ফ্যাক্টরির ৫ম তলায় নীটিং সেকশনে লুস কার্টনের গোডাউনে আগুনের খবর পেয়ে আমাদের ২ ইউনিট ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা এমব্রয়ডারি কারখানায়ও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন